Wellcome to National Portal



One stop service link of Bangladesh Investment Development Authority (BIDA): //bidaquickserv.org/

 নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

লোডশেডিং বার্তা

বার্তা-১

প্রিয় গ্রাহক,

বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ উৎপাদন কিছুটা সীমিত হওয়ায় পর্যায়ক্রমে বিভিন্ন ফিডারে লোডশেডিং করা হচ্ছে। আপনার সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এ মূহুর্তে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ মিতব্যয়ী হওয়ার অনুরোধ করছি।ব্রাহ্মণবাড়িয়া পবিস।


বার্তা-২

লোডশেডিং সংক্রান্ত বিষয়ে জানতে ও আমাদেরকে অবহিত করতে  যোগাযোগ করুনঃ ০১৭৬৯-৪০৪০২৯, ০১৭৬৯-৪০০৮১৮, ০১৭৬৯-৪০০২৭৮।


বার্তা-৩

প্রিয় গ্রাহক,

১) রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল,গ্যাস ও কয়লার দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সামগ্রিকভাবে বিদ্যুৎ  উৎপাদন কিছুটা সীমিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তদপ্রেক্ষিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফিডারে ১ঘন্টা করে লোডশেডিং  করা হচ্ছে। আপনার সাময়িক অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত।এ মুহুর্তে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার জন্যে অনুরোধ করছি।

২)রাত ৮টার পর দোকানপাট/ শপিংমল/ আলোকসজ্জা বন্ধ করুন।

৩)A/C ব্যবহার পরিহার করুন।একান্তই করতে হলে তাপমাত্রা ন্যূনতম ২৫ডিগ্রী সেলসিয়াস রাখুন।

৪)সন্ধ্যার সময় হতে রাত ১২টা পর্যন্ত মোটর,ইস্ত্রী,ওভেন,সেচ পাম্প,লন্ড্রী,ওয়েল্ডিং মেশিন/মেকানিকাল ওয়ার্কশপ,ইজি-বাইক চার্জিং বন্ধ রাখুন।

৫)জরুরী প্রয়োজনে সমিতির হটলাইনেঃ ০১৭৬৯৪০৪০২৯  যোগাযোগ করুন।

আপনার একান্ত সহযোগিতা কামনা করছি।

জেনারেল ম্যানেজার

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি



লোড-শেডিং শিডিউলের ওয়েব লিংক


http://pbs.brahmanbaria.gov.bd